ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বিয়ের সাতদিনের মাথায় নববধূর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

সোমবার, ১১ অক্টোবর ২০২১ , ১০:২৬ পিএম


loading/img
ফাইল ছবি

নোয়াখালীর চাটখিলে বিয়ের সাত দিনের মাথায় এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ অক্টোবর) দুপুরে ওই নববধূর শ্বশুরবাড়ি রামনারায়নপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁনমিয়া চৌকিদারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ অক্টোবর) পারিবারিকভাবে রামনারায়নপুর ইউনিয়নের প্রবাসী শাহ আলমের (৪২) সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বরের বয়স বেশি হওয়ায় ওই নারীর এ বিয়েতে মত ছিল না।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ওই নববধূর মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এমআই/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |