খুলনার কয়রা উপজেলায় এক জেলের মাছ ধরা বেইন জালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উঠে এসেছে।
বুধবার (২৭ অক্টোবর) সকাল ৬টার দিকে কয়রা নদীতে বাগদার রেণু ধরতে যাওয়া জেলেরা মরদেহ দেখতে পেয়ে স্থানীয় পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে জোয়ারের সময় পরশের গৈ নামক স্থানে এক ব্যক্তি জাল পেতে রাখেন। পরে সকালে ভাটার সময় জালে মানুষের মরদেহ জড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় পুলিশকে এ বিষয়ে জানানো হলে তারা মরদেহ উদ্ধার করে।
মঠবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম হোসেন জানান, নদীতে জেলেরা একটি মাছ ধরা বেইন জালে মরদেহ জড়িয়ে থাকতে দেখে। এ সময় তারা ভয় পেয়ে নদী থেকে ডাঙায় উঠে আসেন। রাতের জোয়ারে পার্শ্ববর্তী সুন্দরবনের দিক থেকে মরদেহটি ভেসে আসতে পারে। মরদেহের পরিচয় জানা যায়নি।
জিএম/এসকে