জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিশ্বনাথে জোর করে মেয়েকে বিয়ে দিতে চাওয়ায় মা-বাবার ওপর অভিমান করে আদিবাসী সম্প্রদায়ের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত কিশোরী উপজেলার বিশ্বনাথের মেয়ে জয়া রানী (১৫)।
পুলিশ ও স্থানীয়রা আরটিভি নিউজকে বলেন, গত রোববার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে ওই কিশোরীর পিতা-মাতা জোর করে বিয়ের চাপ দিলে বিয়ে ঠেকাতে নিজঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) পলাশ চন্দ্র দেব আরটিভি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমআই/টিআই