ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

জোর করে বিয়ে দিতে চাওয়ায় কিশোরীর আত্মহত্যা 

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ , ০১:২৬ পিএম


loading/img
ফাইল ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিশ্বনাথে জোর করে মেয়েকে বিয়ে দিতে চাওয়ায় মা-বাবার ওপর অভিমান করে আদিবাসী সম্প্রদায়ের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 
নিহত কিশোরী উপজেলার বিশ্বনাথের মেয়ে জয়া রানী (১৫)।
পুলিশ ও স্থানীয়রা আরটিভি নিউজকে বলেন, গত রোববার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে ওই কিশোরীর পিতা-মাতা জোর করে বিয়ের চাপ দিলে বিয়ে ঠেকাতে নিজঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। 
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) পলাশ চন্দ্র দেব আরটিভি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এমআই/টিআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |