সেতুমন্ত্রী ও আমার বড় ভাই ওবায়দুল কাদের বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ। আমার ব্যর্থতা হলো উনার মতো সফল রাজনীতিবিদের বিরুদ্ধে কথা বলা। বড় ভাইয়ের বিরুদ্ধে কথা বলে আমি অনুতপ্ত বলে মন্তব্য করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৮টায় ফেসবুক লাইভে এসে ‘সত্যবচনের’ এক বছরের সফলতা-ব্যর্থতা নিয়ে কথা বলেন তিনি।
তিনি বলেন, আমার সত্য বচনের ফলে অনেক কিছুর পরিবর্তন এসেছে। তবে এর জন্য আমার বিরুদ্ধে এক অপশক্তির বলয় তৈরি করা হয়েছে। যাদেরকে আমি হাতে ধরে রাজনীতিতে এনেছি তারাই নিজের স্বার্থে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অনেক প্রতিবন্ধকতা ছিল, কিন্তু আমার জন্য শান্তির সংকেত ছিল মানুষের ভালোবাসা।
তিনি আরও বলেন, যেসব কথা কেউ বলতে পারে নাই তা আমি বলেছি। অপশক্তির বিরুদ্ধে মানুষ বলতে চায়, কিন্তু সবাই পারে না। আমি সাহস করে সত্য বলেছি। তাই জনগণ আমাকে গ্রহণ করেছে। সফলতা ব্যর্থতা থাকবে তাই বলে সত্য বলা থেকে বিরত থাকব না।
লাইভে কাদের মির্জা তার সফলতার মধ্যে গত ১৬ জানুয়ারি বসুরহাট পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকে গৃহীত ভোটের ৭৭ ভাগ ভোট পাওয়াকে সবচেয়ে বড় সফলতা হিসেবে উল্লেখ করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে বাদ দেওয়াও তার সফলতা বলে উল্লেখ করেন বসুরহাট মেয়র।
জিএম/এসকে