ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

জালে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ 

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৩ নভেম্বর ২০২১ , ১০:৫৮ পিএম


loading/img
বিরল প্রজাতির মাছ 

কিশোরগঞ্জের কটিয়াদীর উপজেলার পাশে আড়িয়াল খাঁ নদীতে জেলের জালে ধরা পড়ল কালো বর্ণের ডোরাকাটা এক বিরল প্রজাতির মাছ। মাছটিকে দেখতে উৎসুক জনতার ভিড় জমায়।গতকাল কটিয়াদীর আড়িয়াল খাঁ নদীতে মাছটি ধরেন জেলে সবুজ মিয়া।

বিজ্ঞাপন

জেলে সবুজ মিয়া আরটিভি নিউজকে বলেন, গত শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে জাল দিয়ে আড়িয়াল খাঁ নদীতে যাই। এসময় কয়েকবার জাল পানিতে ফেলে বিভিন্ন প্রজাতির দেশিয় মাছ পাই। হঠাৎ আরেকবার অন্যান্য মাছের সঙ্গে এই অদ্ভুত মাছও দেখতে পাই। কালো রঙয়ের মাছটির মাঝে ডোরাকাটা দাগ রয়েছে। এটি প্রথমে দেখে ভয় পেয়ে যাই। পরে যখন মাছটি পাড়ে তুলে নিয়ে আসি, বাজারের মানুষজন এটা দেখতে ভিড় করে। তারা বিভিন্ন নাম দেয় এই মাছের। কেউ বলে রাক্ষুসে মাছ, কেউ বলে পাখি মাছ। পরে একজন মোবাইলে ছবি তুলে ইন্টারনেটে সার্চ করে দেখেন যে এটা ‘সাকার ফিস’।’

মাছটি সম্পর্কে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন আরটিভি নিউজকে  বলেন, লোকমুখে মাছটি সর্ম্পকে জানতে পারি। পরে খোঁজ নিয়ে দেখি সেটি ‘সাকার ফিস’। এটি দেশিয় কোনো মাছ নয়। মাছটি অনেক সময়ই বিভিন্ন খালবিল ও নদীনালায় জেলেদের জালে ধরা পড়ে। মাছটির জীবনশক্তি অনেক প্রকট।

বিজ্ঞাপন

এ মাছটি দেখতে যেমন ভয়ংকর, কাজেও ভয়ংকর। এ মাছটির বংশবিস্তার আমাদের দেশিয় মাছের জন্য হুমকি। মাছটি পানিতে থাকা অবস্থায় আশেপাশের ছোট মাছ খেয়ে ফেলে। যদি এমন আরও মাছ এ নদীতে থেকে থাকে তাহলে অন্যান্য দেশীয় মাছের জন্য ক্ষতিকারক হতে পারে।

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |