ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

‘পর্যটন শিল্পের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা দরকার’

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৩ নভেম্বর ২০২১ , ১১:১৪ পিএম


loading/img
দীপংকর তালুকদার

খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, বলেন, পর্যটন শিল্প নির্ভর অর্থনীতির উন্নয়ন এবং পর্যটক আকৃষ্ট করার পূর্বশর্ত হচ্ছে সকল অংশীদারদের অংশগ্রহণের মাধ্যমে পর্যটন শিল্পের উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করা।

বিজ্ঞাপন

শনিবার (১৩ নভেম্বর) রাঙামাটি চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে ‘পার্বত্য জেলার শিল্প ও ব্যবসাবান্ধব পরিবেশ, সম্ভাবনা, সম্প্রসারণে করনীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  সমন্বিত পর্যটন পরিকল্পনা প্রণয়ণের পর উক্ত পরিকল্পনার সঠিক বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন,  পরিকল্পনা মোতাবেক পর্যটন সহায়ক অবকাঠামো রাস্তা, হোটেল-মোটেল, রিসোর্ট, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, পানি সরবরাহ ব্যবস্থা ইত্যাদির উন্নয়ন করতে গেলেই আঞ্চলিক সশস্ত্র দলগুলো প্রতিনিয়ত বাঁধা প্রদান করে আসছে। তাই এসব চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও উন্নয়ন কাজে বাঁধাদানকারীদের ধরতেআইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও বেশী তীব্র ও ব্যাপকতা বাড়ানো দরকার। তাহলে পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরা যাবে। আর সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |