নীলফামারীতে ট্রেন দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৩ শিশুর বাবা রেজওয়ান হোসেন ও নিহত যুবক শামীম হোসেনের স্ত্রী সুমাইয়া আক্তারকে চাকরির আশ্বাস দিয়েছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সদরের কুন্দপুকুর ইউনিয়নের বউবাজারে এক শোক সভায় এই আশ্বাস দেন তিনি। এ সময় তিনি রেজওয়ানের কাছে ৫০ হাজার টাকা এবং শামীমের স্ত্রী সুমাইয়া আখতারের নিকট ২০ হাজার টাকা তুলে দেন।
রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেন, যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তাদের ফিরিয়ে আনা সম্ভব না। সমবেদনা ছাড়া তাদের পরিবারকে আমি কিছুই দিতে পারব না। নতুন যেসব রেলপথ হচ্ছে সেখানে আন্ডারপাস-ওভারপাস করছি কিন্তু যেগুলো পুরোনো সেগুলোতে সম্ভব নয়। এ কারণে গ্রামে গ্রামে রেললাইনের যে এলাকায় ক্রসিং দরকার সেগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয় করবে এ নিয়ে স্থানীয় সরকারের সঙ্গে আমরা কথা বলছি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর ট্রেন কাটা পড়ে রেজওয়ানের তিন সন্তান লিমা আকতার, শিমু আকতার ও মোমিনুর রহমান এবং তাদের বাঁচাতে গিয়ে যুবক শামীম হোসেনের মৃত্যু হয়।
জিএম/এসকে