ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

থানায় হামলা : দুই মামলার আসামি ২৫০ 

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ , ০৮:০৯ পিএম


loading/img
ফাইল ছবি

ফরিদপুরে থানায় হামলার ঘটনায় ২টি মামলা করা হয়েছে। এ সময় প্রায় ২৫০ জন ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আবদুল গাফফার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ ও করিমপুরের এক ভবন মালিক নান্নু শেখ বাদী হয়ে সোমবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত ও মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে পৃথক মামলা দুটি করেন।

জানা গেছে, রোববার (১২ ডিসেম্বর) ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের। তবে অনুমতি না নেওয়ায় মাহফিল বন্ধ করে দেয় প্রশাসন। এ সময় উত্তেজিত জনতা কানাইপুরের করিমপুর হাইওয়ে থানায় হামলা চালায় এবং কিছু যানবাহন ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২২ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।

বিজ্ঞাপন

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আবদুল গাফফার জানান, এ ঘটনার ভিডিও ফুটেজ দেখে ৮ জন এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় কর্তব্যরত পুলিশের ওপর হামলা, থানা ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

এদিকে করিমপুর হাইওয়ে পুলিশ ভবনটি যে বাড়িতে অবস্থিত সেই বাড়ির মালিক নান্নু শেখ বাদী হয়ে আরেকটি মামলা করেছেন। 

হামলার কারণে তার ব্যক্তিগত একটি মাইক্রোবাস ও ভাড়ায়চালিত একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয় বলে তিনি অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, দুই মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |