চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামকে প্রাণনাশের হুমকি ও তার প্রচার প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী এমরান হোসেন নান্নুর বিরুদ্ধে। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রার্থী তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ অভিযোগ করেন।
এ সময় স্বতন্ত্র প্রার্থী নজরুল অভিযোগ করে আরটিভি নিউজকে বলেন, নৌকার প্রার্থীর লোকজন বিভিন্নভাবে আনারস প্রতীকের কর্মীদেরসহ তাকে হুমকি দিচ্ছে। এ ছাড়া প্রচার প্রচারণায় বাধাসহ নির্বাচনী পোস্টার ছিড়ে ফেলে সুষ্ঠু ও অবাধ নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে করে সুষ্ঠু নির্বাচন ও জীবনের নিরাপত্তহীনতায় শঙ্কিত রয়েছেন জানিয়ে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের কাছে প্রতিকার দাবি করেন। অভিযোগ শেষে এলাকার নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের ১৩টি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন স্বতন্ত্র এ প্রার্থী।
আগামী ২৬ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদীসহ ১৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নের প্রতিটিতে নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্রসহ ৭৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমআই/এসকে