ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

পুলিশের সঙ্গে সংঘর্ষ : বিএনপির ৩১ নেতাকর্মী কারাগারে

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২ , ০৪:৩৩ পিএম


loading/img
কারাগারে যাওয়া ব্যক্তিরা

নাটোরে পুলিশের ওপর হামলার মামলায় জেলা বিএনপির ৩১ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২২ নভেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সে সময় পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষে ওসি, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোট ১১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

বিজ্ঞাপন

গোয়েন্দা পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন জানান, নাশকতা ও সরকারি কাজে বাধাদান এবং পুলিশের ওপর হামলার পর মামলার মামলা হলে বিভিন্ন স্থান থেকে ১২ জনকে গ্রেপ্তার করে। তবে আসামিরা সবাই উচ্চ আদালত থেকে জামিন নেন। জামিনের মেয়াদ শেষে আজ ৮০ নেতাকর্মী আদালতে উপস্থিত হয়ে পুনরায় জামিনের আবেদন করলে বিচারক ৩১ জনের আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠায়।

জিএম/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |