ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মামলায় হেরে গিয়ে মারা গেলেন বৃদ্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২ , ০৮:৩৮ এএম


loading/img
ফাইল ছবি

সব বিচারকি আদালতে মামলা হেরে যাওয়ার পর বিবাদমান জমিতে সাইনবোর্ড লাগালেন প্রতিপক্ষ। আর সেই সাইনবোর্ড লাগানোর প্রতিবাদ করতে গিয়ে তর্কাতর্কির একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মুলকাত আলী (৬০) নামের এক বৃদ্ধ। গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মুলকাত আলীর সঙ্গে জমিজমা নিয়ে প্রতিপক্ষ আকরাম আলী গংয়ের মামলা চলে আসছিল। মামলায় প্রতিটি বিচারিক আদালতে প্রতিপক্ষ আকরাম আলী জয় পেয়েছেন। এ ছাড়াও ওই জমির প্রায় ৪০ শতাংশ জায়গায় বাড়িঘর করে দখলে রয়েছেন মুলকাত আলী গং।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে আকরাম আলীর গংয়ের লোকজন আদালতের রায়ের প্রেক্ষিতে বিবাদমান ওই জমিতে সাইনবোর্ড লাগাতে গেলে বাঁধা দিতে এগিয়ে যান মুলকাত আলী। এ সময় সাইনবোর্ড লাগানোর বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ মুলকাত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আভিসিনা হাসপাতালে ও পরে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ আরটিভি নিউজকে বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আরটিভি নিউজকে  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়ভাবে জানা গেছে, বিবাদমান জমিতে সাইনবোর্ড লাগাতে এলে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বৃদ্ধ মুলকাত অসুস্থ্য হয়ে মারা গেছেন। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমআই/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |