ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

পছন্দের মেয়ের সঙ্গে প্রেম করায় বন্ধুকে ছুরিকাঘাত

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৩ ফেব্রুয়ারি ২০২২ , ০৯:২৬ পিএম


loading/img
আহত মো. রাহাত সিকদার

পছন্দের মেয়ের সঙ্গে প্রেম করায় বন্ধুকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ওই স্কুল শিক্ষার্থীকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ঝালকাঠির রাজাপুরে। আহত মো. রাহাত সিকদার (১৭) রাজাপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের (কারিগরি শাখার) ১০ম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

আহত রাহাত সিকদার জানায়, স্থানীয় এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়েকে বন্ধু সাজ্জাদও পছন্দ করত। এ নিয়ে রাহাত ও সাজ্জাদের মধ্যে প্রায়ই ঝামেলা হতো। সাজ্জাদ প্রেমে ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে রাহাতের দাবি।

রাহাত জানায়, শনিবার রাত ১০ টার দিকে ওয়াজ মাহফিল থেকে ডেকে নিয়ে যায় এক বন্ধু। সেখানে আগে থেকেই সাজ্জাদ খান উপস্থিত ছিল। তাকে দেখেই হাতে থাকা ছুরি দিয়ে সাজ্জাদ তার হাঁটুতে আঘাত করে। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়লে সাজ্জাদ পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে উপস্থিত অন্য বন্ধুরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে ঘাতক বন্ধু পলাতক রয়েছে।

রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |