ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

দুদকের মামলায় প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ স্থগিত 

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ , ০৫:২২ পিএম


loading/img
প্রদীপ কুমার দাশ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণ স্থগিত করেছে আদালত। কিন্তু তার স্ত্রী পলাতক চুমকির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করবে আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এই আদেশ দেন। এ সময় আদালতে ওসি প্রদীপ কুমার দাশ উপস্থিত ছিলেন। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক আরটিভি নিউজকে বলেন, ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষীর জন্য দিন ধার্য ছিল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি)। কিন্তু ওসি প্রদীপের পক্ষে আদালতে সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখার জন্য আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তা স্থগিত করেন। তার স্ত্রী চুমকির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করবেন আদালত।
 
প্রদীপের আইনজীবী অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত আরটিভি নিউজকে বলেন, প্রদীপের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, সেটা অবৈধ। তার বিরুদ্ধে হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। সেটা শুনানির জন্য রয়েছে। আজকে প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করা হবে না।

বিজ্ঞাপন

এর আগে গত ২৬ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন এ অভিযোগপত্র দাখিল করেন।

২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদি হয়ে ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলায় ওসি প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকিকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |