নওগাঁর মান্দায় আত্মহত্যা প্ররোচনা মামলায় কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মকলেছুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আত্মহত্যা প্ররোচনা মামলায় নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে বিচারক বিকাশ কুমার বসাক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী আতিয়ার রহমান আরটিভি নিউজকে বলেন, আত্মহত্যা প্ররোচনা মামলায় এজাহারভুক্ত ওই পলাতক আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। পরবর্তীতে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মামলার সূত্রে জানা গেছে, কাঁশোপাড়া গ্রামের চা-বিক্রেতা সামসুর রহমানের মেয়ে নুন্নাহার (১৫) কাঁশোপাড়া উচ্চবিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। ওইসময় তাকে বিয়ের প্রলোভন দিয়ে মিথ্যা ভালোবাসার অনৈতিক সম্পর্ক গড়ে প্রতিবেশী মকলেছুর রহমান। এরই একপর্যায়ে ২০২০ সালের পহেলা অক্টোবর ফুসলিয়ে তাকে বিয়ে করে।
কিন্তু পরবর্তীতে আর তার সঙ্গে যোগাযোগ না করায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। এমতাবস্থায় তার প্ররোচনায় সে আত্মহত্যার পথ বেছে নিতে সবার অগোচরে গত ৬ ডিসেম্বর দুপুরে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে গিয়ে হারপিক পান করে আহত হন। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে ওইদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ ডিসেম্বর ভোরে মারা যায় সে।
ওই ঘটনায় ন্যায় বিচারের আশায় নিহতের বাবা সামসুর রহমান বাদী হয়ে ১৬ ডিসেম্বর কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মকলেছুর রহমানকে বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন।