রাজবাড়ীর দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে মাজেদ জেলের জালে ধরা পড়ল বিশালাকৃতির একটি আইড় মাছ। মাছটির ওজন ১০ কেজি।
বুধবার (২ মার্চ) ভোরে দৌলতদিয়া বাজারের দুলাল মণ্ডলের আড়তে নিয়ে এলে উন্মুক্ত ডাকের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহান ও নুরু মিয়া ১৫শ’ টাকা কেজি দরে মোট ১৫ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ আরটিভি নিউজকে জানিয়েছেন, পদ্মা নদীর পানিতে থাকা বড় বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকাওয়ালারা খবর পেলেই কিনে নেন। শীত মৌসুমে পদ্মায় প্রায়ই ধরা পরছে বড় বড় আইড়, পাঙ্গাস, বাঘাইড় ও বোয়াল মাছ। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি।