ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

দায়ের কোপে ১০ মাসের শিশুর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২ , ০১:৩১ পিএম


loading/img
ফাইল ছবি

মাদারীপুরের শিবচরে চাচার অসাবধানতাবশত দায়ের কোপে আয়শা আক্তার নামের (১০ মাস) বয়সের এক ভাতিজীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৭ মার্চ) রাত ৮টার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ফরিদপুর মেডিকেলে কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আয়শা আক্তার উপজলেরা পাঁচ্চর ইউনিয়নের হোগলাম মাঠ মাঝিকান্দি এলাকার আলেম বেপারীর মেয়ে। 

বিজ্ঞাপন

পুলিশ ও নিহতের পরিবার আরটিভি নিউজকে জানিয়েছেন, নিহত আয়শা আক্তারের আপন চাচা জামাল বেপারী গতকাল সোমবার (৭ মার্চ) বিকেলের বাড়ির উঠানে বসে দা দিয়ে বাঁশের চাটাই তোলার সময় অসাবধানতাবশত দা ছুড়ে গিয়ে শিশুটির মাথায় লাগে। এতে আহত হয় শিশুটি। পরে শিশুটি চিকিৎসার জন্য শেখ মুজিবর রহমান ফরিদপুর মেডিকেলে কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আয়শা আক্তারের মা আখি বেগম আরটিভি নিউজকে বলেন, আমার মেয়ে অধিকাংশ সময় ওর চাচার কাছে থাকত, আমার দেবর ওরে অনেক আদর করত। কিন্তু এভাবে আমার মেয়ের মারা যাওয়াটা মেনে নিতে পারিনি।

বিজ্ঞাপন

নিহতে বাবা আলেম বেপারী বলেন, আমার ভাইয়ের সঙ্গে আমার মেয়ে বেশির ভাগ সময় খেলত। আমার ভাইয়ের সঙ্গে আমার কোন দ্বন্দ্ব নেই। যে চাচা ওরে সব চেয়ে বেশি আদর করতো সেই চাচার হাতের দায়ের কোপে ওর মৃত্যু হলো। আমার মেয়ের মৃত্যুতে কারও ওপর কোনো অভিযোগ নেই।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, ঘটনা গতকাল সন্ধ্যার। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করছি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |