পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, দেশের মানুষকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় কাজ করে যাচ্ছে সরকার।
বুধবার (৯ মার্চ) বেলা ১১ টায় নড়িয়া লঞ্চ ঘাটে শরীয়তপুরের কীর্তিনাশা নদীর উভয় তীর রক্ষা প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, শরীয়তপুর জেলার কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্পের র্যায় ধরা হয়েছে ৩১৯ কোটি টাকা। আমরা এই প্রকল্পের গুণগতমান ঠিক রেখে দ্রুততার সাথে কাজ করার জন্য ২২ প্যাকেজে ভাগ করেছি। ইতোমধ্যে ৯টি প্যাকেজের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এই মাসের মধ্যে বাকি প্রক্রিয়া শেষ হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই গুণগতমান ঠিক রেখে আমরা কাজ সম্পূর্ণ করতে পারবো।
শুধু তাই নয় সারাদেশের মানুষকে নদী ভাঙনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, পদ্মা সেতু করতে বিশ্ব ব্যাংক যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখন শেখ হাসিনা বলেছেন, আমি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের টাকায় পদ্মা সেতু করব। পদ্মা সেতু শুধু দৃশ্যমানই নয়, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে উদ্বোধনের অপেক্ষায় আছে। পদ্মাসেতু বাস্তবায়িত হলে শুধু শরীয়তপুরই নয় দক্ষিণ অঞ্চলের চেহারা পাল্টে যাবে। জিডিপির গ্রত ডাবল ডিজিটে চলে যাবে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শরীয়তপুরের কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা শীর্ষক প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ৩১৯ কোটি টাকা। যা ২০২৪ সালের জুন মাসে শেষ হওয়ার লক্ষে কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নড়িয়া থেকে শরীয়তপুর সদর ও কালকিনি পর্যন্ত ১১ দশমিক ৯৪ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ কাজ করা হবে। যার মাধ্যমে নদীর দুই পাড়ের মানুষের সম্পদ রক্ষা পাবে।