ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সেই রাজিব পিস্তলসহ গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ , ১১:২৭ পিএম


loading/img
রাজিব

একাধিক মামলার আসামি বরগুনার রাজিবকে (২৭) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার রাজিব বরগুনা পৌরসভার দক্ষিণ আমতলার পাড় এলাকার মোশারেফের ছেলে ও বরগুনা তাঁতী লীগের নেতা সোহেলের ভাই।

বিজ্ঞাপন

বুধবার (১৬ মার্চ) দিবাগত রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশ্চিম নদমুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পিরোজপুর গোয়েন্দা পুলিশ। এ সময় রাজিবের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পিরোজপুরের গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জসিম বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে জানিয়েছেন, গতকাল বুধবার (১৬ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে ভান্ডারিয়া থানার পশ্চিম নদমুলা গ্রামের চেয়ারম্যান বাড়িগামী পাকা ব্রিজের ওপর একজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পরিচয় জানতে চাইলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

দেলোয়ার হোসেন বলেন, রাজীবের বিরুদ্ধে বরগুনা সদর থানায় দুটি মাদক মামলা, একটি নারী শিশু মামলা ও চারটি হত্যাচেষ্টা মামলা রয়েছে যা আদালতে বিচারধীন। অস্ত্র উদ্ধারের ঘটনায় রাজীবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |