ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

পর্যটকে মুখর সৈকত

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ মার্চ ২০২২ , ১২:৫৩ পিএম


loading/img
পর্যটকে মুখর সৈকত

টানা তিন দিনের সরকারি ছুটিতে সমুদ্র শহর কক্সবাজারের সবগুলো হোটেল-মোটেলের রুম অগ্রিম বুকিং হয়ে গেছে। এসব পর্যটকরা গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল থেকে কক্সবাজারে আসতে শুরু করে। 

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, ইতোমধ্যে ৫০০ হোটেল-মোটেলের রুম অগ্রিম বুকিং হয়ে যাওয়ায় আশার আলো দেখছেন তারা।

শুক্রবার (১৮ মার্চ) সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের তিনটি পয়েন্ট কলাতলী, সুগন্ধা ও লাবনী পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। 

বিজ্ঞাপন

ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শবেবরাতের তিন দিনের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছে দেশি-বিদেশি পর্যটকরা। নতুন তালিকা অনুযায়ী কক্সবাজারে হোটেল-মোটেল গেস্টহাউজের সংখ্যা ৫১৬টি। এসব হোটেলের সবগুলো রুমই অগ্রিম বুকিং হয়ে যাওয়ায় খুশি ব্যবসায়ীরা। আগত পর্যটকদের নিরাপত্তায় রয়েছে ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অনেকে। এ ছাড়াও মোতায়েন রয়েছে সাদা পোশাকধারী পুলিশও।

বিজ্ঞাপন

সকাল থেকেই সৈকতে বাড়তে থাকে পর্যটকের ভিড়। সমুদ্র স্নান, বালিয়াড়িতে উচ্ছ্বাসে মতেছে সকলেই। উপভোগ করছেন নিজের মতো। একই সঙ্গে ইনানী, হিমছড়ি, সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ করছেন বিপুল পর্যটক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |