আসন্ন রমজানকে সামনে রেখে বেড়েছে সব প্রকার মাংসের দাম। সম্প্রতি গরুর মাংস ৫৫০ টাকা কেজি বিক্রি হলেও তা বেড়ে ৬৫০ টাকা হয়েছে। খাসির মাংস ৮০০ টাকা কেজি বিক্রি হলেও তা বেড়ে ১ হাজার টাকা হয়েছে। আবার দেশি মুরগি ৩৫০-৪০০ টাকা কেজি বিক্রি হলেও তা বেড়ে ৫০০ টাকা হয়েছে।
গতকাল শনিবার (১৯ মার্চ) বিকেলে ময়মনসিংহের বিভিন্ন বাজারে এসব তথ্য পাওয়া গেছে।
মাংস বিক্রেতা রাসেল বলেন, বাজারে গরু ও খাসির আমদানি কম। আশপাশ থেকে গরু-খাসি কিনতে না পারলে অন্য জেলা থেকে আনতে হয়। এতে খরচ অনেক বেড়ে যায়। যে কারণে গরুর মাংসের দাম ৫৫০ থেকে বেড়ে ৬৫০ টাকা, খাসির মাংস ৮০০ থেকে বেড়ে ১ হাজার টাকা হয়েছে।
সেখানকার ব্যবসায়ী সংবাদমাধ্যমকে বলেন, আগে ৮০০ থেকে ৯০০ টাকা বিক্রি করা হতো। এবার খাসির দাম ১ হাজার টাকা হলো।
ওই বাজারের সবজি বিক্রেতা শিমুল বলেন, গত সপ্তাহের চেয়ে কিছু কিছু সবজির দাম কমেছে। তবে বেড়েছে লেবুর দাম। লেবু গত সপ্তাহে ২০ টাকা হালি বিক্রি হলেও এ সপ্তাহেই তার দাম বেড়েছে। এছাড়া ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, করলা ৬০ টাকা, টমেটো ৩০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, শসা ৪০ টাকা, বেগুন ৩০ টাকা, গাজর ২৪ টাকা, সজনে ডাটা ২০০ টাকা, সিম ৩০ টাকা, মোটরসুঁটি ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, চিচিঙা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁচকলা ৩০ টাকা, প্রতি পিস বাঁধাকপি ২০ টাকা, লাউ ৫০ টাকা বিক্রি হচ্ছে।