ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ছাত্র অধিকার পরিষদের মিছিলে যুবলীগ-শ্রমিক লীগের হামলা, আহত ১৫ 

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৬ মার্চ ২০২২ , ০৮:৫০ পিএম


loading/img
ফাইল ছবি

মহান স্বাধীনতা দিবসে বগুড়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে গণঅধিকার পরিষদ এবং তার তিন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগীরা জানান, শনিবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে বগুড়া শহরের আটাপাড়া এবং বৃন্দাবনপাড়া এলাকায় মহিলা কলেজের সামনে দু’দফা হামলায় ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্র অধিকার পরিষদের শাজাহানপুর উপজেলা কমিটির সদস্য সাদিক হাসান স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ছাত্র অধিকার পরিষদের বগুড়া জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান পলাশ আরটিভি নিউজকে জানিয়েছেন, স্বাধীনতা দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তারা শনিবার সকাল ১১টার দিকে শহরের বৃন্দাবনপাড়া এলাকায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে জড়ো হন। গণঅধিকার পরিষদের সদস্য বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোরশেদ আলমের নেতৃত্ব ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী ওই কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা মিছিলসহ শহরের আটাপাড়া এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভ ‘মুক্তির ফুলবাড়ি’-তে ফুল দিয়ে নেমে আসার পর পরই যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা পেছন থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এরপর তারা আমাদের ধাওয়া দেয়। এতে আমাদের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে দুপুর পৌনে ১২টার দিকে আমাদের নেতা-কর্মীরা আবারও মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে এসে সমবেত হতে শুরু করে। তখন যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা লাঠি- সোটা নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। পুলিশের সামনে ওই হামলা চালানো হলেও তারা আমাদের নেতা-কর্মীদের রক্ষায় এগিয়ে আসেনি।

ছাত্র অধিকার পরিষদের নেতারা জানিয়েছেন আহতদের মধ্যে ছাত্র অধিকার পরিষদের শাজাহানপুর উপজেলা কমিটির সদস্য সাদিক হাসানকে শহরের ঠনঠনিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া যুব অধিকার পরিষদের সারিয়াকান্দি উপজেলা কমিটির আহ্বায়ক মেহেদি হাসান মানিক, বগুড়া জেলা শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব আল-আমিন এবং ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নাইম ইসলামহ অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তবে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন হামলার অভিযোগ অস্বীকার করে আরটিভি নিউজকে বলেন, ছাত্র অধিকার পরিষদের ব্যানারের আড়ালে ছাত্র শিবির ও নাগরিক ঐক্যের নেতাকর্মীরা মিছিলে অংশ নিয়ে দেশ বিরোধী এবং প্রধানমন্ত্রীকে কটুক্তি করে শ্লোগান দিচ্ছিল। এতে যুবলীগের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করে। ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিয়া জানিয়েছেন, ছাত্র অধিকার পরিষদের ব্যানারে মিছিলে অংশ নেওয়া যুবকেরা সরকার বিরোধী বক্তব্য দেওয়ায় যুবলীগের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দেয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |