লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি দেশীয় তৈরি এলজিসহ একাধিক মামলার আসামি হাফিজ মোল্লাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গতকাল শনিবার রাতে রামগঞ্জের নির্মাণাধীন শিশু পার্কের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাফিজ মোল্লা উপজেলার ভাদুর ইউনিয়নের উত্তরগ্রাম কেথুড়ী গ্রামের সিরাজ মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ শিশু পার্কের প্রধান ফটকের সামনে থেকে হাফিজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো আরটিভি নিউজকে জানিয়েছেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও হাফিজের বিরুদ্ধে রামগঞ্জ থানায় ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।