ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

এক লাখ ইয়াবাসহ নারী-পুরুষ আটক

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৭ এপ্রিল ২০২২ , ০৯:২৪ এএম


loading/img

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ কোনা পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ কোনা পাড়া এলাকার মনির আহমদের মেয়ে তাসলিমা আক্তার (২৪), দক্ষিণ পাড়া এলাকার শামসুল আলমের ছেলে মো. আলম (২৪)।

বিজ্ঞাপন

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে গোপন সংবাদে জানতে পারি শাহপরীর দ্বীপ কোনা পাড়া এলাকার আলমের শ্বশুর বাড়িতে মাদকের একটি বড় চালান মজুত রয়েছে। এরপর শাহপরীর দ্বীপ ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির মেঝেতে প্লাস্টিক মোড়ানো এক লাখ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে পাঠানো হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |