টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার নাহিদ কটন মিলস কারখানার শ্রমিকেরা বেতন ও ঈদের উৎসব ভাতার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তেজিত শ্রমিকদের ওপর পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। পরে ক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। এতে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য। ৭-৮ জন আনসার সদস্য ও প্রায় অর্ধশত শ্রমিক আহত হন। তাদের মধ্যে পুলিশ ও আনসার সদস্যরা কারখানার অভ্যন্তরে থাকা স্বাস্থ্যসেবা বিভাগে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন। আর শ্রমিকদের কয়েকজন মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে ভর্তি রয়েছেন শামীম ও দুলালী।
কারখানার কয়েকজন শ্রমিক ও পুলিশ জানিয়েছেন, কয়েক দিন ধরে শ্রমিকেরা ঈদের আগেই চলতি মাসের বেতন ও উৎসব ভাতার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি করছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের ২০ দিনের বেতন দিতে রাজি হয়।
এ নিয়ে বৃহস্পতিবার উভয় পক্ষের সঙ্গে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। তারা কারখানার ভেতরে ও সামনে বিক্ষোভ করেন। খবর পেয়ে বেলা তিনটার দিকে কারখানায় পুলিশ প্রবেশ করে। বিকেল সাড়ে চারটার দিকে উত্তেজিত শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে তা প্রায় ১২ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়।
পুলিশ ক্ষুব্ধ শ্রমিকদের রাস্তা থেকে সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে ক্ষিপ্ত শ্রমিকেরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকলেও তাদের কথা শোনেননি শ্রমিকেরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য একান্ত সহকারী মীর আসিফ। তিনি শ্রমিকদের শান্ত হতে অনুরোধ করেন। পরে সংসদ সদস্য খান আহমেদ শুভ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পাওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দিলে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে আসেন। বিকেল ছয়টার দিকে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। তবে কি সিদ্ধান্ত হয়েছে তা জানা যায়নি।
এ ব্যাপারে কারখানার মহাব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম বলেন, শ্রমিকদের ঈদের উৎসব ভাতা আরও তিন দিন আগেই দেওয়া হয়েছে। তাদের দাবি করা চলতি মাসের পুরো বেতনও পরিশোধ করা হবে।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মুসা বলেন, ৪১টি রবার বুলেট ছোড়া হয়েছে। এতে অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।