• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

কুমিল্লায় ঈদের জামাতে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ 

কুমিল্লা প্রতিনিধি : আরটিভি নিউজ

  ০৩ মে ২০২২, ১৫:৩৪
কুমিল্লায় ঈদের জামাতে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ 

কুমিল্লা সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় ঈদের জামাতে দুই পক্ষের গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়। মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহিদুর রহমান।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি সহিদ জানান, গোলাবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার রুবেল ভূঁইয়া ভূঁইয়া বাড়ি ঈদ গা মাঠে ওই এলাকার মোস্তাক আহমেদকে পিস্তল দিয়ে গুলি করে। এ সময় ঈদগা মাঠে থাকা মুসল্লিরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে।

পরে গুলিবিদ্ধ মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি ডান হাঁটুতে গুলিবিদ্ধ হন।

ওসি সহিদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনার পরপরই পালিয়ে যায় তারা। আমরা অভিযান পরিচালনা করছি। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে গোলাগুলির ঘটনায় ওই ঈদগায়ে সকাল ৮ টার পরিবর্তে সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির বলেন, গত কিছু দিন আগে রুবেল পূর্ব শত্রুতার জের ধরে আমাকে বেদম মারে। তার বিরুদ্ধে মামলা থাকা স্বত্বেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। এর আগেও সে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নগরীর চকবাজার এলাকায়।

পাঁচ নম্বর পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার, কোতোয়ালী মডেল থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লার মহিষমারা উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসব
কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল গ্রেপ্তার
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক দলের কেউ নয়, দাবি জেলা যুবদলের
কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড