কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলাধীন হারবাংয়ের লালব্রিজ এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের যুগ্ম সচিব হাবিবুর রহমানের গাড়ির ধাক্কায় মনির আহমেদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত চালকসহ চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (২১ মে) বিকেলে হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর সাড়ে দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে ওই গাড়িতে যুগ্ম সচিব ছিলেন না।
নিহত ব্যক্তি হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনির আহমদ (৭০)। তিনি চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকার বরকত মিয়ার হ্যাচারির ব্যবস্থাপক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজহারুল ইসলাম বলেন, আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িটি হারবাং লালব্রিজ এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মনিরকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় গুরুতর আহত মনির ও গাড়ির চালকসহ আরও চারজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান মনির।
চকরিয়ার চিরিংঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুগ্ম সচিবের গাড়ি ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।