ঢাকা

চুয়াডাঙ্গায় ৩ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৯ মে ২০২২ , ১২:৫৬ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও দুটি বন্ধ করে দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ।

বিজ্ঞাপন

গতকাল শনিবার (২৮ মে) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়ক এলাকায় ওই অভিযান চালানো হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা আওলিয়ার রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আজ বেশকিছু অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিতে অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্র না থাকায় সদর হাসপাতাল সড়ক এলাকার সেন্ট্রাল মেডিকেল সেন্টার, আমাদের সনো, চুয়াডাঙ্গা আল্ট্রাসনোগ্রাফি সেন্টার সিলগালা করা হয়। 

বিজ্ঞাপন

এছাড়া ইসলামী হাসপাতালের ডায়াগনস্টিক বিভাগ ও তিশা ডায়াগনস্টিক সেন্টার মৌখিকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়। অভিযানের খবরে অনেক অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রেখে পালিয়ে যান মালিকরা।

অভিযানে সহযোগীতা করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মহসীনসহ পুলিশের একটি টিম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |