চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ফায়ার ফাইটার রবিউল ইসলামের মা ফাইমা বেগম বলেছেন, দুর্ঘটনার দিন এশার নামাজের পর ছেলের সঙ্গে সামান্য কথা হয়। ছেলে ব্যস্ত থাকায় পরে ফোন দিতে বলে। আমি আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে আর ছেলেকে ফোন দিতে পারিনি।
সোমবার (৬ জুন) দুপুরে সরেজমিনে গেলে আরটিভি নিউজকে তিনি এসব কথা বলেন। এর আগে বিএম কনটেইনার ডিপোতে শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে আগুন লাগার ঘটনায় নিখোঁজ হয়েছেন তিনি।
নিখোঁজ ব্যক্তি রবিউল ইসলাম নওগাঁর চকপাথুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।
রবিউলের মা বলেন, রোববার (৫ জুন) ভোর ৫টার দিকে ছেলেকে কল দিলে অফিসে যিনি ডিউটিতে ছিলেন তিনি রিসিভ করে বলেন, রবিউল ডিউটিতে গেছে। তার জন্য দোয়া করেন।
মুঠোফোনে রবিউলের বাবা জানান, সীতাকুণ্ডে ফায়ার স্টেশনের কর্মকর্তারা বলেছেন, তাদের অনেক সহকর্মী মারা গেছেন। আবার অনেকে গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনন্সিটিউটে ভর্তি করা হয়েছে। এখনও আমার ছেলের মরদেহ শনাক্ত করা যায়নি। সোমবার সকালে ডিএনএ পরীক্ষার জন্য স্যাম্পল দিয়েছি হাসপাতালে। এরপর থেকেই ছেলের অপেক্ষায় হাসপাতালের সামনে বসে আছি।