ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মুরগির খামারে জুয়ার আসর, যুবলীগ নেতা আটক

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১২ জুন ২০২২ , ০৩:৫৮ পিএম


loading/img
ছবি : আরটিভি নিউজ

দিনাজপুরের বিরামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বকুলসহ ৭ জনকে জুয়ার আসর থেকে আটক করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল শনিবার (১২ জুন) গভীর রাতে বিরামপুর পৌরসভাধীন ৭নং ওয়ার্ডে ফারুখ হোসেনের মুরগির খামার থেকে ফরগুটি খেলার সময় খেলার সরঞ্জাম, টাকা, মোটরসাইকেল, ইজিবাইকসহ পুলিশ তাদের আটক করে।

আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, যুবলীগ নেতা বিরামপুর উপজেলার গড়েরপাড় গ্রামের মাহাবুব আল বকুল (৫০), গড়েরপাড় গ্রামের আশরাফুল ইসলাম (৩৬), শিমুলতলী গ্রামের মনোয়ার হোসেন (৩৩), বিরামপুর ঘাটপাড়ের উত্তম কুমার সরকার (২৭), ঘোড়াঘাটের শ্যামপুর গ্রামের নওশাদ (৪৫), নবাবগঞ্জের ধরন্দা গ্রামের দবিরুল ইসলাম (৫১) ও রংপুর জেলার পীরগঞ্জের উজিরপুর গ্রামের মাহাবুল (৪৫)।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত জানান, গতকাল শনিবার গভীর রাতে গোপন সংবাদে জানতে পারি বিরামপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের জনৈক ফারুখ হোসেনের মুরগির খামারে ফোরগুটি (জুয়াড় আসর) খেলা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ৭ জন জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |