মেহেরপুর শহরের কোর্ট মসজিদ মার্কেট উচ্ছেদের ঘটনায় কাফনের কাপড় পরে মিছিল সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।
রোববার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কাফনের কাপড় পরিহিত অবস্থায় মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা।
হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, কলেজ মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি এমএ কুদ্দুস প্রমুখ।
ব্যবসায়ীদের দাবি- গত ৭ জুন মেহেরপুর কোর্ট মসজিদ মার্কেটের ২৫টি দোকান উচ্ছেদ করে জেলা প্রশাসন। সেই থেকে বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে আসছেন ব্যবসায়ীরা।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালে মসজিদের উন্নয়ন প্রকল্পে মসজিদ কমিটিকে ২৫টি দোকান বাবদ ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়। যার রসিদসহ সমস্ত প্রমাণ আছে। তাই কোনোভাবেই এগুলো অবৈধ দোকান হতে পারে না। প্রধানমন্ত্রীর নির্দেশে যার ঘর নেই তাকে ঘর তৈরি করে দেওয়া হয়। কিন্তু মেহেরপুরের ব্যবসায়ীরা ঘরছাড়া হলেন।
তারা আরও বলেন, ব্যবসায়ীদের আনুমানিক ১ কোটি ৭০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এত ক্ষতি করায় অবিলম্বে আমরা জেলা প্রশাসক ও এসিল্যান্ডের অপসারণ চাচ্ছি। আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমাদের পাঁচ দিনের যে কর্মসূচি ছিল। তাতে যদি কোনো ব্যবস্থা গৃহীত না হয়, তাহলে আজ রাতে জেলার সকল ব্যবসায়ী সমিতি আলোচনা করে মেহেরপুরের জেলা প্রশাসকের অপসারণের এক দফা আন্দোলনে যাব।
এ বিষেয় জেলা প্রশাসক ড. মুনসুর আলম খাল বলেন, আমি সরকারি নিয়ম ও আইন বাস্তবায়ন করেছি। উচ্ছেদ অভিযান নিয়ম মেনেই পরিচালিত হয়েছে।