ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

খাসির মাংস খাইয়ে ৩ পদে নিয়োগে অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি : আরটিভি নিউজ

সোমবার, ১৩ জুন ২০২২ , ১০:০৯ পিএম


loading/img

লক্ষ্মীপুরে খিলবাইছা বালিকা বিদ্যা নিকেতনে অফিস সহকারী কাম হিসাব সহকারীসহ ৩ পদে নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে নিয়োগ কার্যক্রম স্থগিত চেয়ে ও জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
সোমবার (১৩ জুন) বিকেলে সদরের খিলবাইছা জিএফ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে খাসির মাংস খাওয়ার জন্য ৭০ হাজার টাকা নেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ওবায়েদ হোসেন চৌধুরী বাবলু ও প্রধান শিক্ষক আয়েশা বেগম। এছাড়া মোটা অঙ্কের টাকা নিয়ে পকেট ভারি করেছেন তারা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, গত ১০ জুন সদর উপজেলা খিলবাইছা বালিকা বিদ্যা নিকেতনে অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহায়ক ও নিরাপত্তাকর্মী পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করে। অভিযোগ রয়েছে, নিয়োগে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা গ্রহণসহ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছেন ওই কমিটির সদস্যরা। কমিটির লোকজন তাদের পছন্দের প্রার্থীদের নামে ফল প্রকাশ করে মোটা অঙ্কের অর্থ বাণিজ্য করেছেন। এছাড়া বর্তমান নিয়োগকৃত অফিস সহকারী ও হিসাব সহকারী আব্দুল হামিদ খান নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট পরে উপস্থিত হলেও তাকে পরীক্ষার সুযোগ দেওয়া হয়।
তিনি (হামিদ) এর পূর্বে নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে একই পদে নিয়োজিত রয়েছেন। এসব অনিয়মে প্রধান শিক্ষক আয়েশা বেগম ও ম্যানেজিং কমিটির সহসভাপতি ওবায়েদ হোসেন বাবলু জড়িত বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, নিয়োগ বাণিজ্যে জড়িত ওবায়েদ হোসেন বাবলু এর আগে খিলবাইছা জিএফ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে ছিলেন। কিন্তু নানা অনিয়মের কারণে ২০১২ সালে স্কুলের ওই পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন-  আব্দুল মোতালেব মানিক, মহিউদ্দিন, হোসেন আহম্মদ ভূঁইয়া, মোয়াজ্জেম হোসেন কাকন, আব্দুল ওদুদ ভূঁইয়া, শরীফ উল্যাহ ভূঁইয়া, হাবিবুর নবী চৌধুরীসহ শতাধিক এলাকাবাসী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |