কুমিল্লা সিটি করপোরেশনের ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।
মঙ্গলবার (১৪ জুন) বিকেলে ধর্মসাগরপারস্থ নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ দাবি জানান।
নিজাম উদ্দিন কায়সার বলেন, কুমিল্লা সিটির মধ্যে একটি ইউপিজেড রয়েছে। সেখানে প্রায় ৪০ হাজার শ্রমিক কাজ করেন। তাছাড়া আদালত, সরকারি ও বেসরকারি একাধিক প্রতিষ্ঠানসহ কর্মরত ভোটারদের ভোট প্রদানের সুবিধার্থে ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হোক।
উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। ১০৫ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।