ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

কুসিক নির্বাচন

ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণার দাবি স্বতন্ত্র প্রার্থীর

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

মঙ্গলবার, ১৪ জুন ২০২২ , ০৫:৩৪ পিএম


loading/img
সংগৃহীত ছবি

কুমিল্লা সিটি করপোরেশনের ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে ধর্মসাগরপারস্থ নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ দাবি জানান। 

নিজাম উদ্দিন কায়সার বলেন, কুমিল্লা সিটির মধ্যে একটি ইউপিজেড রয়েছে। সেখানে প্রায় ৪০ হাজার শ্রমিক কাজ করেন। তাছাড়া আদালত, সরকারি ও বেসরকারি একাধিক প্রতিষ্ঠানসহ কর্মরত ভোটারদের ভোট প্রদানের সুবিধার্থে ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হোক। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। ১০৫ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |