• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১ 

চাঁদপুর (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

  ১৮ জুন ২০২২, ১৪:৫৭
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১
ছবি : সংগৃহীত

চাঁদপুরে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৮ জুন) সকাল ৮টায় সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালকের নাম আল-আমিন (৩০)। তিনি হাজীগঞ্জের টোরাগড় এলাকার বাসিন্দা। এ ঘটনায় পিকআপভ্যানে থাকা দুই হেলপার আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে কুমিল্লাগামী রিলাক্স নামের একটি বাস আশিকাটি চাঁদখার বাজার এলাকায় এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে চাঁদপুরগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক আল আমিন নিহত হয়। এ ঘটনায় পিকআপে থাকা দুজনকে আহত অবস্থায় চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি থানায় নিয়ে এসেছে। এ ছাড়া নিহত পিকআপের চালক আল আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষ: বিএসএফের দুঃখ প্রকাশ
চাঁদপুরের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩