ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

জুয়ার আসরে বজ্রপাত, আহত ৬

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৯ জুন ২০২২ , ১১:৩৮ পিএম


loading/img

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড় মহাস্থান গ্রামে জুয়ার আসরে বজ্রপাতে ৬ জন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

রোববার (১৯ জুন) বিকেলে ওই গ্রামে এ ঘটনা ঘটে।  তবে আহতদের মধ্যে তিনজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

জানা গেছে, গড় মহাস্থান গ্রামের ৮ যুবক উত্তরপাড়ার মোবারক আলীর ইউক্যালিপটাস বাগানে জুয়ার আসর বসায়। রোববার বিকেল ৪টার দিকে জুয়ার আসর চলাকালে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ৬ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য বেলাল মণ্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, বজ্রাপাতে আহতরা সবাই চিহ্নিত জুয়াড়ি। তারা প্রতিদিনই বিভিন্ন স্থানে জুয়ার আসার বসিয়ে জুয়া খেলে। রোববার (১৯ জুন) বিকেলে জুয়া খেলার সময় বজ্রপাতে তারা আহত হন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাসের বলেন, এ ঘটনার খবর জানা নেই। তবে এই বিষয়ে খোঁজ নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |