ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সাতদিন ধরে নিখোঁজ চারমাস বয়সী তাহসিন

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ , ১১:২২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

মায়ের কোলে ঘুমিয়ে ছিলেন ছোট ছেলে সাড়ে চারমাস বয়সী শিশু তাহসিন। রাতে তার সঙ্গে পাঁচ বছর বয়সী বড় ছেলে তাসকিনও ঘুমিয়ে ছিলেন। হঠাৎ মা সীমা খাতুনের ঘুম ভেঙে গেলে দেখেন ছোট ছেলে তাহসিন পাশে নেই। শিশুটির বাবা আল আমিন স্ত্রীর ফোন পেয়ে দ্রুত বাড়িতে ছুটে আছেন। অনেক খোঁজাখুঁজি করেও তারা সন্ধান পায়নি ছোট সন্তানের। গত ১৬ জুন যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম গ্রামে ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

পরের দিন ১৭ জুন শিশুটির বাবা আল আমিন এ বিষয়ে বাঘারপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এক সপ্তাহ পার হলেও মেলেনি শিশু তাহসিনের সন্ধান।

শিশুটির মা সীমা খাতুন আরটিভি নিউজকে বলেন, ওইদিন এশার নামাজের পর দুই ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ি। ঘরের দরজা খোলা থাকলেও বারান্দার গ্রিল লাগানো ছিল। রাত সাড়ে ৯টার দিকে ভাসুরের মেয়ে আমাকে ঘুম থেকে জাগিয়ে ছেলে তাহসিনকে কোলে নেবে বলে খুঁজতে থাকে। এ সময় দেখতে পাই ছোট ছেলে বিছানায় নেই। এরপর মনির বাবাকে ফোন করি।

বিজ্ঞাপন

শিশুটির বাবা আল আমিন বলেন, অনেক জায়গায় খুঁজেছি। সাতদিন পার হলেও কোথাও পায়নি ছেলেটিকে। সন্দেহের তালিকায় যারা আছে, তাদের নাম থানায় বলেছি। তদন্ত চলছে। তাই তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছি না।

বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, আমরা সব জায়গায় খবর নিচ্ছি। খবর পেলেই বিস্তারিত জানাবো। এ নিয়ে আমাদের পাশাপাশি কাজ করছে পিবিআই ও ডিএসবি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |