ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

টাঙ্গাইলে যমুনাসহ সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৫ জুন ২০২২ , ০৪:১৭ পিএম


loading/img

টাঙ্গাইলে যমুনাসহ জেলার সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুন) টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছন। এর আগে বৃহস্পতিবার (২৩ জুন) ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনার পানি পোড়াবাড়ী পয়েন্টে ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৭ দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুন) ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনার পানি পোড়াবাড়ী পয়েন্টে ৩০ সেন্টিমিটার কমে বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ২৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ও ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে দুই সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এ ছাড়া ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৭ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |