ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

নারায়ণগঞ্জ (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৬ জুন ২০২২ , ১২:৪২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাকিব নামে এক কিশোর নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টায় ফতুল্লা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব (১৪) ফতুল্লা রেলস্টেশন এলাকার মারুফের বাড়ির ভাড়াটিয়া নাসিমা বেগমের ছেলে। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত কয়েকজন কিশোরের সঙ্গে সাকিবের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিব তাদের মারধর করলে তাদের মধ্যে একজন তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নিহত সাকিবের মা নাসিমা বেগম জানান, ছেলের ওপর হামলা হয়েছে সে খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় তার ছেলে সাকিব মাটিতে কাতরাচ্ছেন। এ সময় বড় ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে গুরতর আহত সাকিবকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সাকিব-রাকিব (তার দুই ছেলে) রেলষ্টেশন এলাকায় সিলভার কারখানায় কাজ করেন। তাদের বাবা রুবেল শেখ কয়েক বছর আগে মারা যায়। এরপর বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে রাকিব ও সাকিবকে বড় করেছি। কোন সময় বিপথে যেতে দেইনি। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।

ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুনিদের শনাক্তের চেষ্টা চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |