ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ফিরোজ হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৭ জুন ২০২২ , ০৬:৫১ পিএম


loading/img

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীরকুটি গ্রামের মুদি ব্যবসায়ী আলতাফ হোসেন ফিরোজ (১৮) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২৭) তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- একই গ্রামের কোরবান আলীর ছেলে মিলন মিয়া ওরফে দানব (২২) ও মোস্তফা কামালের ছেলে রুবেল হাসান ওরফে রানা। 

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। গ্রেপ্তার মিলন মিয়া জানায়, তার সঙ্গে একই গ্রামের এক স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। কিছু দিন আগে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় ফিরোজ। একাধিকবার নিষেধ করার পরও তিনি (ফিরোজ) ওই স্কুলছাত্রীকে বিরক্ত করা বন্ধ করেননি। এ জন্য তাকে শাসানোর জন্য ২৫ জুন রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেলের গতি রোধ করা হয়। এ সময় মিলনসহ অন্যরা গাছের ডাল দিয়ে ফিরোজের মাথায় আঘাত করলে, ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, ফিরোজ হত্যা মামলায় ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ ঘটনায় আরও যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |