শরীয়তপুর পুলিশ লাইনস থেকে তিনটি মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ জুলাই) রাতে সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৮ জুলাই) রাতে পুলিশ লাইনসে পুনাক হস্ত, কুটির শিল্প ও পণ্য মেলা দেখতে আসা দর্শনার্থীর মোটরসাইকেল চুরি হয়।
শরীয়তপুর সদর উপজেলার কারাভোগ এলাকার আসাদুল্লাহ গালিব বলেন, আমার ইয়ামাহা ব্রান্ডের (আর ১৫ ভি-৩) মোটরসাইকেলের মূল্য ৫ লাখ টাকা। সোমবার রাত ৮টা ২৪ মিনিটে আমার মোটরসাইকেল পুলিশ লাইনসের ভিতরে নির্ধারিত যায়গায় রেখে মেলায় ঢুকি। পরে রাত ৮টা ৩৪ মিনিটে যেয়ে দেখি আমার মোটরসাইকেলটি নেই। আমার মামা টুটুল থানায় মৌখিকভাবে জানিয়েছেন।
চুরি হওয়া ইয়ামাহা ব্রান্ডের (আর১৫ ভি৩) মালিক সাদিকুর রহমান নিশাদ বলেন, সোমবার আমার বাইকসহ চারটি বাইক নিয়ে মাদারীপুর পৌরসভার ২নং শকুনী নিজ এলাকা থেকে আটজন শরীয়তপুর পুলিশ লাইনসে মেলা দেখতে যাই। পুলিশ লাইনসের ভেতরে নির্ধারিত স্থানে বাইক রেখে সন্ধ্যায় মেলায় ঢুকি। পরে রাত ৯টায় বাড়িতে যাব এমন সময় বাইকের কাছে গেলে অন্য তিনটা বাইক পেলেও আমরাটা আর পায়নি, চুরি হয়ে গেছে। থানায় মৌখিকভাবে জানিয়েছি।
রবিন মাহমুদ সরদার বলেন, আমার বাড়ি শরীয়তপুর সদরের পশ্চিম চরসন্দি। গতকাল রাত ৮টা ১২ মিনিটে সুজুকি (জিক্সার এসএফ) মোটরসাইকেল নিয়ে মেলায় যাই। পরে রাত ৮টা ৩৪ মিনিটে যেয়ে দেখি মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। শখের মোটরসাইকেলটি হারালাম।
সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। আমরা সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছি।