ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

মাছের ঘেরে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

বুধবার, ০৩ আগস্ট ২০২২ , ০৮:৪০ এএম


loading/img

কুমিল্লা বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে মাছের ঘেরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩ আগস্ট) রাতে বরুড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলী মুর্তজা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় ওই গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন, আরিফপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ইসমাইল (৪) ও বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা গ্রামের শাহ আলমের মেয়ে রোজা (৬)। তারা ফুফাতো ও মামাতো ভাইবোন। 

বিজ্ঞাপন

জানা গেছে, রোজা ও ইসমাইল মঙ্গলবার সন্ধ্যায় খেলাধুলা শেষে বাড়ির পাশে মাছের ঘেরে গোসল করতে নেমে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে সন্দেহের বশে বাড়ির পাশে মাছের ঘেরে খোঁজা শুরু করে। এ সময় স্থানীয়রা ইসমাইল ও রোজার মরদেহ ঘেরে খুঁজে পায়।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |