ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

নদ-নদীর পানি বৃদ্ধি, ২০ গ্রাম প্লাবিত

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২ , ০১:৫৮ পিএম


loading/img

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝালকাঠিতে দ্বিতীয় দিনেও নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোর থেকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পাওয়ায় জেলার চার উপজেলার কমপক্ষে ২০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগের মধ্যে পড়েছেন ওই সব এলাকার মানুষ।

জানা গেছে, বুধবার রাতে ভাটায় পানি কমে গেলেও আজ বৃহস্পতিবার সকাল থেকেই নদ-নদীর পানি আবারও বেড়েছে। বন্যার প্রভাবে বৃষ্টি ও জোয়ারের কারণে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের পানির সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি।

বিজ্ঞাপন

এদিকে জেলার চার উপজেলায় আমনের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া, আমুয়া, পাটিখালঘাটা গ্রামসহ ২০টি গ্রাম পানির নিচে। গত দুই দিন ধরে টানা বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে মানুষ। অন্যদিকে বিষখালী বেড়িবাঁধ না থাকায় নদীর তীরবর্তী কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভবন, ইউএনওর অফিস, পরিসংখ্যান, যুবউন্নয়ন, সমবায়, আনসার বিডিপি, পল্লীসঞ্চয় ব্যাংক ভবনগুলোর অফিস কক্ষে পানি ঢুকে পড়েছে।

এ বিষয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, জেলার সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে বিষখালী নদী তীরবর্তী কাঠালিয়া উপজেলায় সামান্য পানি বৃদ্ধি পেলেই সেখানকার নিম্নাঞ্চল তলিয়ে যায়। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |