ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

১ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হলো ভোল মাছ

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ , ০৩:৪৫ পিএম


loading/img
ছবি : আরটিভি নিউজ

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির জাবা ভোল মাছ। সাড়ে ১৯ কেজি ওজনের মাছটি ১ লাখ ৯০ হাজার টাকায় কিনে নেন মো. অলিল খলিফা নামের এক ব্যবসায়ী। যার প্রতি কেজির মূল্য পড়েছে ৯ হাজার ৭৪৩ টাকা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ আগস্ট) সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের অনুপ কুমারের আড়তে এই মাছটি বিক্রি হয়। এ সময় মাছটি দেখতে উৎসুক লোকজন ভিড় করেন।

এর আগে গত বুধবার (১৭ আগস্ট) রাতে বরগুনা জেলার পাথরঘাটা এলাকার মাছ ব্যবসায়ী মাসুমের ট্রলারের ‘এফবি আলাউদ্দিন’ জেলেরা মাছটিকে বঙ্গোপসাগর থেকে ধরেন।

বিজ্ঞাপন

ট্রলারের মাঝি জাফর বলেন, সাগরে আবহাওয়া খারাপ থাকায় ইলিশ জালে ধরা পড়ছে না। তাই বাড়ি ফেরার শেষ মুহূর্তে সাগরে জাল ফেলা হয়। রাতে জাল টানার সময় জাবা ভোল মাছটি পাওয়ায় খুশি হয়েছি। কারণ, এই মাছটির দাম অনেক। এমনিতেই ইলিশ পাচ্ছিলাম না। এখন মোটামুটি ট্রলারের তেলের খরচ উঠে যাবে।

ভোল মাছ ক্রেতা মো. অলিল খলিফা বলেন, জাবা ভোল মাছের মণ ৫ লাখ টাকা। সেই হিসাবে সাড়ে ১৯ কেজি ওজনের মাছটি ১ লাখ ৯০ হাজার টাকায় কিনেছি। এখন এই মাছটি বরফ দিয়ে পারেরহাট নেওয়া হবে, সেখান থেকে চট্রগ্রামে পাঠানো হবে। আশাকরি ৫০ হাজার টাকা লাভ করতে পারব।

বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়ৎদার সমিতির সভাপতি শেখ আবেদ আলী বলেন, জাবা ভোলা মাছটি খুবই কম পাওয়া যায়। বছরে দুই-একটি মাছ পাওয়া যায়। মূলত মাছের প্যাটা ও বালিশের কারণে দাম বেশি। আমরা শুনেছি নাকি এই মাছের প্যাটা ও বালিশ দিয়ে মেডিসিন তৈরি হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |