ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

দুই মাথা, দুই পা ও বুক জোড়া লাগানো শিশুর জন্ম 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২ , ০৮:২১ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে সিজারের মাধ্যমে বুক জোড়া লাগানো দুই মাথা-দুই পা-চার হাত বিশিষ্ট দুটি শিশুর জন্ম দিয়েছেন এক গৃহবধূ (২০)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৪ আগস্ট) বিকেলে মমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডে শিশু দুটির জন্ম হয়।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম বলেন, শেরপুর জেলার এক গৃহবধূ (২০) প্রসব ব্যথা নিয়ে হাসপাতালের গাইনি ও লেবার ওয়ার্ডে ভর্তি হন। পরে বুধবার বিকেলের দিকে অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অস্ত্রোপচারের মাধ্যমে গৃহবধূর পেট থেকে বুক জোড়া লাগানো দুই মাথা, দুই পা ও চার হাতওয়ালা মৃত শিশু দুটিকে বের করে আনা হয়। তবে জন্মের পর শিশু দুটিকে তার বাবা নিয়ে গেছেন। একই সঙ্গে গৃহবধূ এখন ভালো আছেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |