ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

৯৯৯-এ কল পেয়ে বাল্যবিয়ে বন্ধ, কনের বাবাকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ , ০৮:৫৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে নোয়াখালীর চাটখিলে বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার স্কুলপড়ুয়া ওই কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করা হলে এলাকাবাসী ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। কিছুক্ষণের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরী ও তার বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের আয়োজন করায় বাবাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং প্রাপ্তবয়ষ্ক না হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবে না মুচলেকা আদায় করা হয়।

বিজ্ঞাপন

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া বলেন, ৯৯৯-এ কল পেয়ে দুপুরে ওই স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবার ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |