ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

শান্তি মিশনে নিহত শরিফুলের বাড়িতে চলছে মাতম

সিরাজগঞ্জ প্রতিনিধি : আরটিভি নিউজ

বুধবার, ০৫ অক্টোবর ২০২২ , ০৪:১৪ পিএম


loading/img

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশি তিন শান্তিরক্ষী নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

তাদের একজন সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার বেড়া খারুয়া গ্রামের বাসিন্দা শরিফ। তার বাড়িতে চলছে মাতম। বাবা-মা, ভাই-বোনসহ এলাকার মানুষদের শোক ও কান্নায় ভারী হয়ে গেছে এলাকার আকাশ-বাতাস। তাত শ্রমিক লেবু শেখের ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে বড় শরিফুল ইসলাম ২০১৭ সালের ২৩ নভেম্বর যোগ দেন সেনাবাহিনীতে। চাকরিরত অবস্থায় এক বছরের জন্য শান্তিমিশনে যান তিনি।

সোমবার (৪ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশি শান্তিরক্ষীদের বহনকারী একটি গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই বাড়িতে চলছে মাতম। নিজের সন্তানের মৃত্যুর খবর শোনার পর এবং ছেলের ছবি দেখে বারবার মূর্ছা যাচ্ছেন তার বাবা-মা।

এলাকার শান্তশিষ্ট ও পরিবারের একমাত্র উপার্জনকারী সন্তানকে হারিয়ে পরিবারটি আজ অসহায় হয়ে পড়েছে। 

লাশ দ্রুত দেশে আনতে ও তার ছোট ভাইকে চাকরির ব্যবস্থা করে দিতে সরকারের কাছে দাবি জানান নিহত শরিফুলের পরিবার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |