ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সৌদিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, বাড়িতে মাতম

ব্রাহ্মণবাড়িয়া (উত্তর) সংবাদদাতা, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ , ১২:৪৬ পিএম


loading/img

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মো. মাঈনুদ্দিন মিয়া (৩৫) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালের দিকে আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন নিহত যুবকের ভাতিজা মো. মাহবুব রহমান। 

এর আগে সোমবার সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৪টা ও বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাঈনুদ্দিন মিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের মৃত আব্দুল হাকিম ভূঁইয়ার ছেলে।

বিজ্ঞাপন

নিহতের ভাতিজা মাহবুব রহমান বলেন, পরিবারের সুখের আশায় দেড় বছর আগে সৌদি আরবে যান তার কাকা মাঈনুদ্দিন। সৌদি আরবের কোন জায়গায় এ দুর্ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কেউ জানাতে পারেনি। তবে মৃত্যুর বিষয়টি তার কাকার এক সহকর্মী দেশের বাড়িতে জানান।  

এদিকে মাঈনুদ্দিনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে মাতম।  

মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছে নিহত মাঈনুদ্দিনের সন্তানসহ আত্মীয়-স্বজনরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |