ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে জরিমানা

আরটিভি নিউজ

বুধবার, ২৬ অক্টোবর ২০২২ , ০৫:১৪ পিএম


loading/img
স্বাস্থ্য পরামর্শক জাহাঙ্গীর কবির

অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং অবৈধভাবে ওষুধ আমদানি করায় স্বাস্থ্য পরামর্শক জাহাঙ্গীর কবিরের দুটি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর আফতাবনগরে জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান আবদুল জব্বার মণ্ডল গণমাধ্যমকে বলেন, ঘিয়ের উৎপাদনের তারিখ, মেয়াদ ছিল না। তারা অন্য প্রতিষ্ঠানের নামে এসব ঘি বোতলজাত করেছেন। কেমিক্যালমুক্ত কোনো কাগজ দেখাতে পারেননি। এ ছাড়া আমদানিকৃত পণ্যের গায়ে নিজেদের স্টিকার ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান আল্টিমেট অর্গানিক লাইফকে সাড়ে ৩ লাখ টাকা এবং অবৈধভাবে ওষুধ আমদানি করে সরবরাহ ও বাজারজাত করার অপরাধে ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |