ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ভাতিজার দায়ের কোপে চাচার মৃত্যু

বরগুনা প্রতিনিধি : আরটিভি নিউজ

সোমবার, ৩১ অক্টোবর ২০২২ , ১১:০০ পিএম


loading/img

বরগুনার বামনা উপজেলায় জমি নিয়ে বিরোধে ভাতিজার দায়ের কোপে খুন হয়েছেন চাচা।  

বিজ্ঞাপন

সোমবার (৩১ অক্টোবর) বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের গোলাঘাটা কড়ইতলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। 
নিহতের নাম ইউসুফ আলী (৫২)। তার বাবার নাম সের আলী।
একই বাড়িতে বসবাসরত চাচা-ভাতিজার মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। বিরোধ সমাধানে সোমবার স্থানীয় সালিশ বৈঠকে মো. দুলাল চৌধুরী, মো. মতি জোমাদ্দার, মো. হাফিজুর রহমান চানু, মাসুম বিল্লাহ, পান্না দফাদার তাদের বাড়িতে যান।

শালিসকারকরা উভয়পক্ষের সম্মতি ও উপস্থিতিতে জমা-জমি ভাগভাটোয়ারা করে বিকাল পাঁচটায় চলে যায়। তারা চলে যাওয়ার পরে চাচা-ভাতিজার মধ্য বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ভাতিজা রাহাত ঘর থেকে ধারালো দা নিয়ে এসে চাচা ইউসুফ এর মাথায় কোপ দেয়। এতে চাচা ইউসুফ গুরুতর জখম হন এবং অজ্ঞান হয়ে পড়েন।

বিজ্ঞাপন

পরিবারের লোকজন তাকে বামনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বামনা থানার অফিসার ইনচার্জ বশিরুল আলম জানান, জমির বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে রাহাতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |