• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

সীমানা বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যা 

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২২, ১৫:৩১
সীমানা বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যা 
ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাই ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মুল কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই ইউনিয়নের ভাবনহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছোট ভাই ভাবনহাটি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ইউনুছ আলী (৪০)। অভিযুক্ত বড় ভাইয়ের নাম কুসুম আলী।

জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে কুসুম আলী সঙ্গে ইউনুছ আলীর বিরোধ চলছিল। তারই জেরে মঙ্গলবার সকালে কুসুম ও তার লোকজন ইউনুছকে পিটিয়ে মারাত্মক আহত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত কুসুমসহ তার লোকজন পলাতক আছেন।

এ বিষয়ে পরিদর্শক (অপারেশন) নির্মুল কুমার দাস বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ২১ ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে চার্জশিট
টাঙ্গাইলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
কোটচাঁদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই কারাগারে