ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

উস্কানিমূলক প্রশ্নপত্র তৈরির শিক্ষকের গা ঢাকা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ , ০৫:৩৭ পিএম


loading/img

ঢাকা বোর্ডের এইচএসসি বাংলা ১ম পত্র পরীক্ষায় সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্নপত্র তৈরি করা কলেজ শিক্ষক প্রশান্ত কুমার পাল গা ঢাকা দিয়েছেন। প্রশ্নপত্র নিয়ে সারাদেশে সমালোচনা সৃষ্টি হওয়ায় তিনি পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে কলেজে এলেও পরে তাকে আর পাওয়া যায়নি। সেই থেকেই তার হদিস পাওয়া যাচ্ছে না।

প্রশান্ত কুমার পাল ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক। বাড়িতে বৃদ্ধ মা আর ভাই ছাড়া কাউকেই পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তীব্র নিন্দাও জানিয়েছেন ওই কলেজের শিক্ষকরা।

বিজ্ঞাপন

কলেজের অধ্যক্ষ বলাই চন্দ্র পাল দাবি, কলেজে এসে চলে যাওয়ার পর তার মোবাইল বন্ধ। তার বিষয়ে সরকার যে ব্যবস্থা নেবে আমি তা কার্যকর করব।

উল্লেখ্য, এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় সাম্প্রদায়িক উসকানিমূলক প্রশ্ন করা হয়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। বিষয়টিকে দুঃখজনক বলে অভিহিত করে সোমবার (৭ নভেম্বর) ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শিক্ষামন্ত্রী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |